Monday, June 4, 2018

নির্মল (!) বিনোদন ফুটবল-

২০১৮ বিশ্বকাপ উপলক্ষে গত কয়েকদিনের খবর:
১) পতাকা টাঙাতে গিয়ে আর্জেন্টিনাভক্তের মৃত্যু (https://bit.ly/2JaAGa2)
২) ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু (https://goo.gl/P6kbgP)
৩) নারায়নগঞ্জে আর্জেন্টিনা সমর্থক বাবা-ছেলেকে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা (https://goo.gl/HxTnb7)
৪) রাউজানে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতায়িত যুবক হাসপাতালে (https://bit.ly/2JijZW8)
২০১৪ সালের বিশ্বকাপের সময়:
১) লালমনিরহাটে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ, নিহত ১ (https://bit.ly/2kMCM12)
(২) মুন্সিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫। (https://bit.ly/2kEljrN)
(৩) সিরাজগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। (https://bit.ly/2JgjS0D)
(৪) নেত্রকোনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৫০। (https://bit.ly/2LN1ZVq)
(৫) গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১৫। (https://bit.ly/2H9242n)
(৬) চাপাইনবাবগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ। (https://bit.ly/2H85KBw)
(৭) কিশোরগঞ্জে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫। ( https://bit.ly/2Ldgn8z)
(৮) নাটোরে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ২ (https://bit.ly/2kFxZyE)
(৯) বরিশাল পলিটেকনিকে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক সংঘর্ষ। (https://bit.ly/2Lc2ibq)
(১০) যাত্রাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু। (https://bit.ly/2H9Ldwh)
(১১) বাড্ডায় আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে ছাত্রের মৃত্যু। (https://bit.ly/2H8fM5x)
(১২) আদাবরে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে যুবকের মৃত্যু। (https://bit.ly/2JhNdrs)
২০১০ বিশ্বকাপ :
১) বিশ্বকাপ: সংঘর্ষ এড়াতে বুয়েট অনির্দিষ্টকাল বন্ধ (https://goo.gl/xc34nU)
(২) গৌরনদীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত জখম। (https://bit.ly/2JeA9TR)
(৩) ময়মনসিংহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। (https://bit.ly/2L9Mjuk)
কয়েকদিন আগে চেতনাওয়ালা আরিফ জেবতিক পতাকার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার করা রিটের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে বললো: “খেলা নিয়ে উন্মাদন একটা সুস্থ বিনোদন, এটা আদালতে টেনে নেয়া অসুস্থতা” (https://goo.gl/WLkTvG)
একজন মুক্তিযোদ্ধাকে অসুস্থ বলে কি দেশের স্বাধীনতার চেতনাকে হেয় করলো কি না, সেটা পরের বিষয়, কিন্তু আমার কথা হলো, উন্মাদনা শব্দটার সাথে সে সুস্থ শব্দটা যোগ করলো কোন যুক্তিতে ?
আসলে, ‘খেলাধূলা মানে নির্মল বিনোদন’ এই মিথ্যা কথাটা আমাদেরকে পশ্চিমা বুদ্ধিজীবীরা শিখিয়ে দিয়েছে, আর আমরাও সেগুলো মুখস্ত আওড়িয়ে থাকি। কিন্তু ইতিহাস বা বাস্তবতা কোটাই সেই নির্মলতার সাথে মিল খায় না। খোদ পশ্চিমাতেই ফুটবল খেলা নিয়ে দাঙ্গা-হাঙ্গামা মৃত্যু কম নয় (https://goo.gl/CrxcVc)
একটি সামাজিক গবেষণায় পাওয়া যায়, ফুটবল খেলার জন্মই হয়েছে সংঘর্ষ করার জন্য, ১৩০০ সনে বিভিন্ন গ্রাম বা গোত্রের মানুষরা তাদের শত্রুতা মেটাতো ফুটবল খেলার মাধ্যমে সংঘর্ষ করে। ধরুণ, এক গ্রামের কারো সাথে অপর গ্রামের অন্যকারো জমি নিয়ে শত্রুতা রয়েছে সে তখন একটি ছুটির দিন ফুটবল খেলা ডেকে সংঘর্ষ করে তাদের শত্রুতা মিটিয়ে থাকতো। উল্লেখ্য মদ্যপান করা এবং সংঘর্ষ করা ফুটবল খেলায় ব্যাপক প্রভাব রাখে, এসব ছাড়া ফুটবল খেলা হয় না।
Phillip Stubbs তার ১৫৮৩ এর একটি বই The Anatomy of Abuses এ লেখে-
"আমি তোমাদের কাছে প্রতিবাদ করি, এটি(ফুটবল খেলা) একটি খেলা বা বিনোদন নয় বরং এক ধরনের বন্ধুত্বপূর্ণ যুদ্ধ বলা যেতে পারে - একটি বন্ধুত্বপূর্ণ খেলাধুলা বা আহ্লাদ চেয়ে এটি একটি রক্তাক্ত এবং সংঘর্ষিক আহ্লাদ"
(সামাজিক গবেষণার সূত্রঃ http://goo.gl/7zqEEhttp://goo.gl/5vVhq5 , http://goo.gl/nLGM1Lhttp://goo.gl/TJlS9N)
কথায় বলে, “একেতে নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি।”
তরুণ প্রজন্ম আবেগী হয়, এটা সবার জানা, তার উপর যদি খেলা দিয়ে তাদের উন্মাদনাকে প্রমোট করা হয়, তবে এটা পুরো দেশ জুড়ে অরাজক পরিস্থিতির উদ্ভব করতে পারে, যা ইতিমধ্যে দৃশ্যমান। টিএসসিতে একটি মেয়ে নিপীড়িত হওয়ার কারণে যদি থার্টিফার্স্ট নাইটে বিধি নিষেধ আসতে পারে, তবে বিশ্বকাপ ফুটবল নিয়ে এতগুলো ঘটনার পরও কেন বিধি নিষেধ আসবে না, সেটা এখন জরুরী প্রশ্ন।





===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment